হাকিম বাবুল, শেরপুর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকাসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শহরের নিউমার্কেট মোড়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ঋষি-রবিদাস দলিত কল্যাণ পরিষদ, হরিজন কল্যাণ সমিতি, এশিয়ান ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, ও বাংলাদেশ দলিত-বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সিপিবি সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম মাসুম, সদর সিপিবি সভাপতি সোলায়মান আহম্মেদ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, আজাহার আলী, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মো. হারেজ আলী, শ্রমিক নেতা মলিন্দ্র বিশ্বাস, মুক্তা হরিজন, কমরেড গাজী সাইফুল ইসলাম, শিশু সংগঠক নিরব প্রমুখ।
বক্তারা সংখ্যালঘুদের উপর হামলা, লুন্ঠন, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের তীব্র প্রতিবাদ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সাম্প্রদায়িক তা-ব সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকসহ অনলাইনে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।