অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): অবশেষে নাচোল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ্যাড. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কলেজ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কলেজ প্রাঙ্গণে এক সভা করার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ নভেম্বর এই অভিনন্দন সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাচোল উপজেলাধীন নাচোল ডিগ্রী কলেজ ৬ নভেম্বর ২০১৬ তারিখ থেকে জাতীয়করণ করা হলো। বিভিন্ন প্রক্রিয়া শেষে জাতীয়করণ সংক্রান্ত সরকারি আদেশের জন্য অপেক্ষামান থাকার পর ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
অবহেলিত এ জনপদে প্রাথমিক বিদ্যালয় ছাড়া এতদিন কোন সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। নাচোল ডিগ্রী কলেজ সরকারিকরণের মধ্যদিয়ে স্থানীয় এলাকাবাসীর অনেক দিনের একটি দাবি পূরণ হলো।