বাগেরহাটে বহিস্কৃত ছাত্রের হামলায় শিক্ষক আহত, মামলা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বুধবার দুপুরে সন্ত্রাসী হামলায় ধনঞ্জয় মন্ডল নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরকুলিয়া পরীক্ষাকেন্দ্র থেকে বের হবার পর জেএসসি পরীক্ষায় বহিস্কৃত ছাত্র হাফিজুর (হাসিব) সেখের নেতৃত্বে বেপরোয়া একদল বখাটে তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আহত ধনঞ্জয় মন্ডল নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার হাই স্কুলের গণিতের শিক্ষক। এদিন বিকেলে হাফিজুরকে প্রধান আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নাশুখালী সোশ্যালওয়েল ফেয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আ: সবুর সিকদার ও প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল জানান, গত ৩ নভেম্বর জেএসসি ইংরেজী পরীক্ষা চলাকালে চরকুলিয়া কেন্দ্রে ডিউটিরত ছিলেন শিক্ষক ধনঞ্জয় মন্ডল। তখন হাফিজুর সেখ নামে এক ছাত্র মোবাইল নিয়ে প্রশ্নপত্রের ভিডিও করতে থাকে। এ সময় কর্তব্যরত শিক্ষক ধনঞ্জয় মন্ডল তাকে মোবাইল হলের বাইরে রেখে আসতে বলেন। কিন্তু সে তা না শুনে অশোভন আচরণ করলে শিক্ষক ধনঞ্জয় কর্তব্যরত অপর শিক্ষকদের বিষয়টি জানান। এরপর ওই শিক্ষকেরা হাফিজুরকে বহিস্কার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র চলে যায় এবং এদিন বুধবার দুপুরে পরীক্ষা শেষে ওই কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে হাফিজুর দলবল নিয়ে শিক্ষক ধনঞ্জয় মন্ডলের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্তজখম করে। খবর পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসেন।

ক্ষুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে বিষয়টি তাকে জানান। ইউএনওর পরামর্শে আহত শিক্ষক ধনঞ্জয় মন্ডল বাদী হয়ে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হামলাকারী ওই শিক্ষার্থী স্থানীয় মান্নান শেখের ছেলে হাফিজুরকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মোল্লাহাট থানার ওসি জানান, আসামি আটকের জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.