বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা গ্রামে শুক্রবার সকালে শিবানী দাস(৩০) নামে এক নারী পানিতে পড়ে নিহত হয়েছেন।
তিনি কোন্ডলা গ্রামের অসীম দাসের স্ত্রী। তার একটি কন্যশিশু রয়েছে। শুক্রবার সকালে রান্নার ফাঁকে বাড়ির পুকুর ঘাটে গেলে তিনি পানিতে পড়ে যান।
তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা দেন। তার স্বামী জানান, শিবানী মৃগি রোগী ছিলেন।