রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ছয় বছরের শিশুধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামি মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে প্রকাশ, শনিবার দুপুরে এই চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান আসাদ গ্রেফতারকৃত আসামি মতিউর রহমানকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ শনিবার সন্ধ্যায় আসামি মতিউরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
শুক্রবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার আসামি মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। গত ৬ নভেম্বর দিনাজপুরের বীরগঞ্জে মতিউর রহমান ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক হোমিও চিকিৎসকের নিকট চিকিৎসা করানো হয়। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলুর রহমান ও ইউপি সদস্য নুরে আলম ৩০ হাজার টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে। গত ১৪ নভেম্বর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর অবস্থার অবনতি হলে গত ১৬ নভেম্বর তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির পিতা গত ১৭ নভেম্বর বীরগঞ্জ থানায় মতিউর রহমানকে আসামি করে ধর্ষণ মামলা করে। পুলিশ শুক্রবার সন্ধ্যায় আসামি মতিউরকে গ্রেফতার করতে সক্ষম হয়।