বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পাঁচটি রেষ্টুরেন্ট ও একটি মুদি দোকান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ ও খাতুনে জান্নাতের নেতৃত্বে মোবাইল কোর্ট এ জরিমানা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সবুজ ষ্টোরে (মুদি দোকান) মেয়াদ উত্তীর্ণ দ্রব্য পাওয়ায় ৫ হাজার টাকা, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় প্রসেনজিত মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা, প্রশান্ত মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, সুনীল মিষ্টান্নকে পাঁচ হাজার টাকা, বাধন সুইটমিটকে তিন হাজার টাকা ও নাম বিহীন একটি মিষ্টির দোকনাকে পাঁচ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।