স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-পাবনা মহাসড়কের অড়োণকোলা বাগবাড়িয়ার ফকিরের মোড়ে নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে। নিহতের নাম বাচ্চু (৩৮)। সে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের চাঁদ মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, অড়োণকোলা গরুর হাটে গরু পরিবহনের জন্য দাশুড়িয়া এলাকা হতে আগত নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। নসিমন উল্টে রাস্তার পাশে খাদে নিমজ্জিত হয়।
নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুই জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসে। এরা হলেন, ঈশ্বরদী চরকুরুলিয়া গ্রামের শিহাব (৪০) এবং আওতাপাড়া গ্রামের জিল্লু (২৫) । ফায়ার সার্ভিস জানায়, গুরুতর আরও দুই জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা বা রাজশাহী নেয়া হতে পারে। ঈশ্বরদী থানায় নিহতের পরিবার জানান, বাচ্চু তার মোটর সাইকেলে আরও দুই জনকে নিয়ে অড়োণকোলা গরুর হাটে যাচ্ছিল।