খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি এক বছর ১৯ দিন পর পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এর আগে ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে খুলনা থানার দু’টি মামলার অভিযোগ পত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয় বলে মন্ত্রণালয়ের নির্দেশে উল্লেখ করা হয়।
এদিকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরখাস্তাদেশের বিরুদ্ধে মেয়র মনিরুজ্জামান মনি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এরপ্রেক্ষিতে গত ৭ জুন উচ্চ আদালত সাময়িক বরখাস্তাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। এ আদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপীল করলে গত ১৩ নভেম্বর আপীল বিভাগ তা খারিজ করে উচ্চ আদালতের নির্দেশনা বহাল রাখেন। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে মর্মে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মূলত: এ প্রজ্ঞাপন জারির পরই মনিরুজ্জামান মনি দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, বরখাস্তের আদেশের পর গত বছরের ২ নভেম্বর রাতেই মেয়র মনিরুজ্জামান মনি কেসিসি’র প্যানেল মেয়র-১ মো. আনিছুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব অর্পণ করেন।