রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে দশ হাজার টাকা এবং অন্যজনকে ফিজিসিয়ান স্যাম্পল রাখার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সোমবার দুপুরে কাউখালী উত্তর বাজারে নিউ মেডিকেল হল এবং হাজী তৈয়ব ফার্মেসীতে অভিযান চালিয়ে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ ধারায় এই ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের ঔষুধ তত্ত্বাবধায়ক।