শেরপুর চেম্বার নির্বাচনে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

হাকিম বাবুল, শেরপুর: শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) নির্বাচনে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনটি গ্রুপে ১৯ পরিচালক পদে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন অ্যাভোকেট নারায়ন চন্দ্র হোড়ের নেতৃৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন। এতে চেম্বার সভাপতি পদে মো. মাছুদ এবং সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মো. হায়দার আলী পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন। মো. আরিফ হোসেন সহ-সভাপতি হচ্ছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

শেরপুর চেম্বারের সচিব সুভাশীষ দত্ত আশীষ জানান, পরিচালক পদে নির্বাচিতরা হলেন ট্রেড বা এসোসিয়েশন গ্রুপ থেকে দুই জন বর্তমান চেম্বার সভাপতি মুক্তিযোদ্ধা মো. মাছুদ ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী। সহযোগী গ্রুপ থেকে পাঁচ জন হলেন তাপস সাহা, মো. আঙ্গুর মিয়া, অটলেশ মালাকার, রাজন সরকার রাজু ও সুব্রত সাহা বাবন। সাধারণ গ্রুপ থেকে নির্বাচিত ১২ জন হলেন মো. শহীদুল্লাহ শহীদ, মো. আরিফ হোসেন, মহিউদ্দিন আহমেদ মামুন, বিনয় সাহা, মনির উদ্দিন আহাম্মেদ, নির্মল কুমার সাহা, বাহারাম বাদশা, মো. লায়েছুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, বাবুল আহম্মেদ, মো. মুসা মিয়া ও আতিকুজ্জামান রাজু।

চেম্বারের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমাম হোনে ঠান্ডু জানান,  চেম্বার নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত ১৯ জন পরিচালক আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে ৩ জন কর্মকর্তা নির্বাচন করবেন। কর্মকর্তা পদগুলো হলো সভাপতি  এক জন, সিনিয়র সহ-সভাপতি এক জন এবং সহ-সভাপতি এক জন।

চেম্বার সূত্রগুলো জানায়, এবার ট্রেড গ্রুপে ২৩ জন, সহযোগী গ্রুপে ৫৩৯ জন এবং সাধারণ গ্রুপে ১৫০৬  জন ভোটার হয়েছিলেন। নির্বাচনে ট্রেড গ্রুপ থেকে  দুই পদে  দুইটি, সহযোগী গ্রুপে পাঁচ পদের জন্য ১৪টি এবং সাধারণ গ্রুপে ১২ পদে ১৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা মো. মাসুদের নেতৃত্বাধীন একমাত্র প্যানেল সমঝোতার মাধ্যমে ১৯ পরিচালকের পদে একজন করে মনোনয়নপত্র জমা পড়লে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.