আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুইটি সাটার গান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুর খাল এলাকা থেকে তাদের আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে র্যাব সদস্যরা জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রহিম মোড়ল ও খুলনার পাইকগাছার ওজিহার মোড়ল।