বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মধুমতি নদীতে মঙ্গলবার বিকেলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পুরাতন ফেরিঘাট এলাকায় নৌকা বাইচের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রতিযোগিতার উদ্বোধন শেষে ঢাক, ঢোল ও বাজনার তালে ১০টি নৌকা প্রতিযোগিতা করে।
প্রায় দুই কিলোমিটার মধুমতি নদীর তীরে হাজার হাজার দর্শক নৌকা বাইচ উপভোগ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাব-৬ এর সিও খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিদাস বিশ্বাস প্রমুখ। নৌকা বাইচ উপভোগ করতে আসা দর্শকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করা দরকার।