আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বললেন শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সুধীমহল। বুধবার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ আয়োজিত বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ক র্যালি এবং সমাবেশে বাল্যবিবাহ ও মাদককে না বলে শপথ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও উপস্থিত সুধীবৃন্দ।
বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি, ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ধনবাড়ী থানার এসআই ফারুকুল ইসলাম, অধ্যাপক সুলতান আহম্মেদ, এনামুল হক প্রমুখ। পরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।