অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোল ডিগ্রী কলেজ সরকারি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রঙ্গণে উৎসব পালন করা হয়।
কলেজের অফিসার ইনচার্জ এ্যাড. হাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাচোল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় তাঁকে কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উৎসবের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস এ উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।