আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্বাস্থ্যকর্মীর মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা যশোর মহাসড়কের লাবসা মাইচম্পার দরগার পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে।
নিহতের নাম তুহিন হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের আব্দুর রউফের ছেলে ও সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মী।
লাবসা গ্রামের এমদাদ হোসেন জানান, ১৫ বছরেরও বেশি সময় ধরে তুহিন তার সহকর্মী হিসেবে জরুরি বিভাগে কাজ করে করেছেন। সকালে তিনি হাসপাতালের উদ্দেশ্যে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে লাবসা মাইচম্পার দরগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৫) তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে তুহিন মোটর সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জনতার সহায়তায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।