স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন আরেক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার সকালে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন তিন ডাকাত নিহত হলেন। এর আগে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ছাড়া গুলিবিদ্ধ চার জনের চিকিৎসা চলছে। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার বাচ্চু মিয়া (৩০), পঞ্চগড় জেলার মেহেদী হাসান (২৭) ও চাঁদপুর জেলার মো. হানিফ (২৮)। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব ক্যাম্পের কমান্ডার বীণা রাণী দাস জানান, ঘটনাস্থল থেকে দুটি ট্রাক, তিনটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। উপজেলার আইকে রোডের রড়ইচারা এলাকার পিডিবি’র বন্ধ গেটের বিপরীতে এলাকার বাদশা রাইস এজেন্সি নামের একটি চালকলের গুদামে ডাকাতেরা হানা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব হাজির হয় বলে তিনি জানিয়েছেন। একপর্যায়ে র্যাবের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেক ডাকাত মারা যান। এ ছাড়া গুলিবিদ্ধ আরো চারজনের চিকিৎসা চলছে।