মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়া এলাকায় কলেজ ছাত্রী এক গৃহবধু শারমিন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। নিহত শারমিন একই এলাকার মোস্তফা আকনের মেয়ে ও কলাপাড়া মহিলা কলেজের এইচএসসি দ্বিতিয় বর্ষের ছাত্রী।
কলাপাড়া থানার এসআই মোহাম্মদ খায়রুল জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহননের ঘটনাটি ঘটতে পারে। প্রায় তিন মাস আগে শারমিনের বিয়ে হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।