রবিউল হাসান রবিন, পিরোজপুর: পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন অধ্যক্ষ শাহ আলম। তিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সদস্য।
শুক্রবার রাতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের পর ৬১ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে পিরোজপুর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অধ্যক্ষ শাহ আলমকে মনোনয়ন দেয়া হয়। ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজসহ ৭জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নানা জল্পনা কল্পনার পর অধ্যক্ষ শাহ আলম আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।