বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ‘নারী নির্যাতন বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ‘আমরাই পারি’ জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
এতে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরীফা হেমায়েত, জেলা মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দার, আমরাই পারি জেটের ফোকালপার্সন রিজিয়া পারভিন, উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শেখ আসাদ, শেখ নজরুল ইসলাম, শেখ কামাল উদ্দিন, রেহেনা পারভীন লাকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, যে কোন মূল্যে নারী নির্যাতন বন্ধ করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এই নির্যাতন বন্ধের জন্য সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। আমরা বাগেরহাটসহ দেশের কোথাও আর কোনও নারী নির্যাতন ও শিশু নির্যাতন দেখতে চাই না। সম্প্রতি ও বিগত দিনে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের সুষ্ঠ বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।
আয়োজকরা জানান, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিবাদ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই সময়ে নানা কর্মসূচি পালিত হবে।