শেরপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

হাকিম বাবুল, শেরপুর: মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে শেরপুর ভেন্যুতে শুরু হলো নবগঠিত ময়মনসিংহ বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা দল ৪-২ গোলে শেরপুর জেলা দলকে পরাজিত করে।

sherpur-pic-1-football-display
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে স্থানীয় শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বক্তব্য রাখেন। এ সময় শেরপুর, জামালপুর, ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার কমকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। বেলা দুইটার আগেই স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। বেলা আড়াইটা থেকে প্রায় আধা ঘন্টাব্যাপী জেলা শিল্পকল একাডেমি, আদিবাসী ও স্থানীয় মডেল গার্লস কলেজের শিক্ষার্থীদের প্রদর্শিত ডিসপ্লে স্টেডিয়াম ভর্তি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মাথায় শেরপুরের জুয়েল প্রথম গোল দিলেও স্বাগতিকদের ৪-২ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়। নেত্রকোনা জেলা দলের পক্ষে রেজ্জাকুল ২টি পলাশ ও আরিফ ১টি করে গোল করেন। শেরপুর জেলা দলের পক্ষে জুয়েল ১টি এবং সিজার (পেনাল্টি) ১টি করে গোল করেন। খেলার শেষ দিকে শেরপুর দলের হয়ে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মাঠে নামেন এবং খেলায় অংশগ্রহণ করেন। এ সময় দর্শকরা বিপুল করতালিতে তাকে স্বাগত জানায়। নেত্রকোনা জেলা দলের রেজ্জাকুল হোটেল আহারের সৌজন্যে ম্যান অব দি ম্যাচের পুরস্কার লাভ করেন।

বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্ট হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রত্যেক ভেন্যুতে ৪টি জেলা দলই অংশগ্রহণ করবে। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট ২০ ডিসেম্বর শেষ হবে। ময়মনসিংহ ভেন্যুতে ২৪ ডিসেম্বর গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানারআপ দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.