আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার ভারতীয় জেলেকে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। শুক্রবার দুপুরে সুন্দরবনের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলো ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার মুড়াখালী গ্রামে মৃত জিল্লুর সরদারের ছেলে হোছেন সরদার এবং একই গ্রামের কামাল সরদারের ছেলে এবাদুল্যা সরদার, জামাল সরদারের ছেলে খয়রুল সরদার ও হারা সরদার এবং খয়রুল সরদারের ছেলে কারিমুল্যা সরদার।
এ সময় একটি ট্রলারসহ মাছ ধরার জিনিসপত্র জব্দ করা হয়। খুলনা বিভাগীয় বন সংরক্ষক সাঈদ আলী জানান, নিয়মিত টহল দেওয়ার সময় বাংলাদেশের জলসীমানা হতে এসব জেলেদের আটক করা হয়। পরে তাদেরকে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।