আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় দুই জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু নূর বাহিনীর সদস্যরা। শুক্রবার ভোরে সুন্দরবনে নুচো খালী খাল থেকে ঘুমন্ত অবস্থায় তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের কালাম গাজীর ছেলে রশিদ গাজী ও ঈশ্বরীপুর ইউনিয়নে কেওড়াতলী গ্রামের ছফেদালীর ছেলে আজগর আলী।
অপহৃত জেলেদের বরাত দিয়ে তাদের নিকট আতœীয় রব্বানী জানায়, গভীর রাতে জেলেদের অপহরণ করে নূর বাহিনী মুক্তিপণের জন্য দেড় লক্ষ টাকা দাবি করেছে। সাতক্ষীরা সহকারী বন রক্ষক এসিএফ মাকসুদুল আলম জানান, জেলে অপহরণের বিষয় সত্য, কিন্তু কেউ অভিযোগ করেনি।