রতন সিং, দিনাজপুর: দিনাজপুর শহরে এক সোনার দোকানে ২০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকা চুরি হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, শনিবার ভোরে দিনাজপুর শহরের নিমতলা জামান জুয়েলার্সে একদল চোর দোকানের পিছনের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সূত্রটি জানায়, অজ্ঞাত চোরেরা ওই দোকানের ২টি সিন্দুক ভেঙ্গে স্বর্ণালংকার নিয়ে যায়।
এই ঘটনায় জুয়েলার্সের মালিক নুরুজ্জামান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।