স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): বিভিন্ন দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে রবিবার শহরের রেলগেট এলাকায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতন শতকরা পাঁচ ভাগ বৃদ্ধি, বৈশাখী উৎসব ভাতা প্রদান এবং শিক্ষকদের জাতীয়করণ।
মানববন্ধন শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ স¤পাদক আয়নুল ইসলাম, ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক হামিদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শহিদুল হক শাহিন, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শাহিন, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আমজাদ হোসেন প্রমুখ।
এ সময় ঈশ্বরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহজেবিন শিরিণ পিয়া এই কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। পথসভা শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি ঈশ্বরদী উপজেলা পরিষদে দাখিল করেন।