আদিবাসী নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন: বিচার বিভাগীয় তদন্ত দাবি

রতন সিং, দিনাজপুর: আদিবাসীদের জমি দখল, হামলা-মামলা ও খুনের প্রতিবাদে সোমবার দিনাজপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

Dinajpur Human Chain
আদিবাসী নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন ।

সোমবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের আদিবাসী ও বাঙালীদের উপর রংপুর মহিমাগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের খুন, হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও উচ্ছেদের প্রতিবাদে ন্যায় বিচার চেয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখা। পরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি শীতল মারান্ডি অত্যাচার, নির্যাতন, হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, চিকিৎসার ব্যয়ভার বহন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, আখচাষের নামে অধিগ্রহণকৃত ১৮৪২ একর জমি আদিবাসী ও প্রান্তিক বাঙালী কৃষকের কাছে ফেরৎ দেয়া এবং সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।

আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ৬ ডিসেম্বর দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় আদিবাসী পরিষদের নেতা আলেকজান্ডার হাসদা, খোকন হাসদা সুইডেন, হরেন্দ্র নাথ সিং, শ্রীবানী উড়াও, লাবু বেসরা, ব্লাষ্টের জেলা সমন্বয়ক এ্যাডঃ সিরাজুম মুনিরা, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী এবং ওয়ার্কার্স পার্টির নেতা রবিউল আউয়াল খোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.