কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কলাপাড়ায় চার সাংবাদিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এরা হলেন মেজবাহউদ্দিন মাননু, অমল মুখার্জী, নেছারউদ্দিন আহমেদ টিপু ও জাহিদুল ইসলাম রিপন। রোববার রাতে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাঈন উদ্দীন আহমেদ।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক এস এম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক মিলন কর্মকার রাজু, এস কে রঞ্জন, উত্তম কুমার হাওলাদার, কবির তালুকদার, রাসেল কবির মুরাদ, মোয়াজ্জেম হোসেন, হুমায়ুন কবির, সোলায়মান পিন্টু, ছগির হোসেন, আরিফুল ইসলাম সুমন, সৌমিত্র হাওলাদার সুমন, ফরাজী মো. ইমরান, মো. ফোরকান।
অনুষ্ঠানের শুরুতে যমুনা টিভি’র পটুয়াখালী প্রতিনিধি জাকারিয়া হৃদয় এর সুস্থতা কামনা ও সাংবাদিক গৌতম হালদারের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।