আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: নাশকতার মামলায় কলারোয়া পৌর মেয়র ও বিএনপি নেতা গাজী আকতারুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার বেলা ১ টার দিকে তার কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, গাজী আকতারুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামালা মামলার আসামি। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা আছে। গত কয়েকদিন ধরে তিনি বিএনপি ও জামায়াত শিবিরের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পাঁয়তারা করে আসছিলেন। আজ দুপুরে তাকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে।
এদিকে, থানা হাজতে আটক মেয়র আকতারুল ইসলাম জানান, তার নামে শেখ হাসিনার গাড়ীবহরে হামলার মামলা থাকলেও তিনি এ মামলায় জামিনে আছেন। পুলিশ তাকে হয়রানী করতে সাজানো মামলায় আটক দেখাচ্ছে।