জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করা সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু খোকা বাবু বাহিনীর প্রধানসহ ১২ দস্যুকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে র্যাব-০৮ এর বরিশাল কার্যালেয় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ২২টি আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক রাউন্ড গুলি তুলে দিয়ে আত্মসমর্পন করার পর আত্মসমর্পনকারী দস্যুদের ওইদিন রাতেই মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। এরপর দুস্যদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মোংলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর দুপুরেই তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
র্যাব-০৮এর ডিএডি লিয়াকত আলী খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আত্মসমর্পনকারী দস্যুদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় বলে জানায় পুলিশ। এনিয়ে ৭টি দস্যু বাহিনীর প্রধানসহ মোট ৭২ জন ডাকাত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পন করেছেন।