দিনাজপুরে ৩ মাসে ১ লক্ষ ৩৬ হাজার পরিবার ১০ টাকা কেজির চাল পেলেন

রতন সিং, দিনাজপুর: গত তিন মাসে দিনাজপুর জেলায় ১ লক্ষ ৩৬ হাজার ২৮৮ জন হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরের ১২ হাজার ৬শ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এসএম কায়সার আলী জানান, মঙ্গলবার প্রথম পর্যায়ের তিন মাসে সর্বশেষ ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় জেলার ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়নে ২৩৪ জন ডিলারের মাধ্যমে ১ লক্ষ ৩৬ হাজার ২৮৮টি পরিবারকে চাল বিতরণ করা হয়। সূত্রটি জানায়, গত ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় উদ্বোধনের মধ্য দিয়ে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কার্যক্রম কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে তিন মাস সেপ্টেম্বর হতে নভেম্বর পর্যন্ত এই চাল বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামী বছর মার্চ ও এপ্রিল দুই মাস পুনরায় ১০ টাকা কেজি দরের চাল সুবিধাভোগী হতদরিদ্র তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের আওতায় ৮ হাজার ৪শ মেট্রিক টন চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বছরের অভাবি মৌসুমে জেলার হতদরিদ্র পরিবারগুলো ১০ টাকা কেজি দরে গত তিন মাসে চাল ক্রয় করতে পেরে তাদের সংকট দূর হয়েছে। সরকারের বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণের ফলে জেলার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সংকট পূরণ করা সম্ভব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.