আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বানিয়াজান ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
২ নং বানিয়াজান ইউপি চেয়ারম্যান শামছুল আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। সমাবেশে বাল্যবিবাহ ও মাদক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউএনও শামীম আরা রিনি, এসিল্যাল্ড শামছুন নাহার স্বপ্না, ওসি মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুরতানা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আরিফ বজলু, মাসুদ তালুকদার প্রমুখ।
বক্তাগণ বলেন, বাল্যবিবাহ ও মাদক এক ধরনের সামাজিক ব্যাধি। এ ব্যাধি শুরুতেই শেষ করতে না পারলে ক্যান্সারে পরিণত হবে। কাজেই ক্যান্সারে রূপধারণের আগেই যে কোন মূল্যে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ করতে হবে। আর তা হলেই কেবল আমি, আমরা, সমাজ বা রাষ্ট্র ভাল থাকবে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে। সমাবেশে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।