বিভাগীয় কমিশনার ফুটবলে শেরপুর ও ময়মনসিংহের পয়েন্ট ভাগাভাগি

হাকিম বাবুল, শেরপুর: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবারের খেলায় শেরপুর ও ময়মনসিংহ জেলা দল পয়েন্ট ভাগাভাগি করেছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের ৩৯ মিনিটে ময়মনসিংহের স্ট্রাইকার শরিফ গোল করলে ১-০গোলে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে শেরপুরের ডিফেন্ডার আতিক গোল করলে ১-১ সমতায় খেলা শেষ হয়।

sherpur-pic-1-divisional-football
শেরপুর ও ময়মনসিংহের পয়েন্ট ভাগাভাগি |

খেলা শেষে অ্যাডভোকেট এম এ ছামাদ মেমোরিয়াল একাডেমির সৌজন্যে ম্যাচের সেরা খেলোয়াড় শেরপুরের গোলদাতা আতিকের হাতে ক্রেস্ট ও এক হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক ডা. এ পারভেজ রহিম ও পরিচালক প্রশান্ত কুমার সাহা। বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের শেরপুর ভেন্যুর তিনটি খেলায় শেরপুর জেলা দল একটি জয়, একটি ড্র ও একটি পরাজয় নিয়ে তিন পয়েন্ট অর্জন করছে।

বিভাগের অপর তিনটি জেলার মধ্যে একটি করে খেলায় নেত্রকোনা এক জয়ে ২ পয়েন্ট, ময়মনসিংহ এক ড্রয়ে ১ পয়েন্ট পেলেও  জামালপুর পরাজিত হওয়ায় কোন পয়েন্ট পায়নি।

বুধবার জামালপুুর ভেন্যুতে স্বাগতিক জামালপুরের মোকাবেলা করছে নেত্রকোনা জেলা দল। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.