রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে কাউখালী থানা চত্বরে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলার পুলিশিং কমিটির সভাপতি এবং জাতীয় পার্টির জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান।
এ সময় বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, আবু সাঈদ মনু মিঞা, সিকদার দেলোয়ার হোসেন শেখ শামসুদ্দোহা চাঁন, ও মাহামুদ খান খোকন প্রমুখ।
সভায় কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সম্পাদক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ প্রায় ৫শ’ লোক উপস্থিত ছিলেন।