দিনাজপুরে পুলিশী অভিযানে ৬৪ জন পলাতক আসামি আটক

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৬৪ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় ৮১ পিস ইয়াবা, গাঁজা ও হেরোইন জব্দ করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার পলাতক ৬৪ জন আসামিকে আটক করে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও দুই পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। আটককৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.