আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুর প্রেসক্লাবের কার্যকারী সদস্য ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের উত্তর টাঙ্গাইল সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনের বাবা হাতেম আলী (৯৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং মা মাজেদা বেগম (৭৫) গুরুতর আহত হয়েছেন।
সাংবাদিক জয়নাল আবেদীন জানান, বুধবার রংপুর আত্মীয় বাড়ি থেকে টাঙ্গাইলের গোপালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা হাতেম আলী মারা যান। তাদের বহনকারী বাসের সাথে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাতেম আলীকে বুধবার বাদ মাগরিব জানাজা শেষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক জয়নাল আবেদীনের বাবার মৃত্যুতে ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী, মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।