বাগেরহাট প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ও গোবিন্দগঞ্জসহ বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা ও সংখ্যালঘু বাড়ি-ঘরে হামলা, ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট শালতলা মোড়, বাজার মোড় ও রাহাতের মোড়ে সড়ক অবরোধ করা হয়। পরে শহীদ মিনারের সামনে সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন বাগেরহাট হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুপ্রভাত হালদার, সাধারণ সম্পাদক দিলীপ বালা, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ মন্ডল, সম্রাট মজুমদার, সুব্রত মন্ডল, তন্দ্রা রায়, পপি কুন্ডু, জিৎ সাহা, গৌতম রায়, মিঠুন ঢালী, রবীন্দ্রনাথ দেবনাথ, মনোরঞ্জন হালদার, হরেন্দ্রনাথ রানা, সুমন পাইক প্রমুখ।
বক্তারা মন্দির, প্রতিমা ও হিন্দু বাড়ি-ঘরে বেপরোয়া তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে মৌলবাদের স্থান নাই- হামলাকারীদের ফাঁসি চাই। তারা সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করেন।