জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামে স্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় কনিকা খাতুন (৭) নামে তৃতীয় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কনিকা ওই গ্রামের জিনারুল ইসলামের মেয়ে। হরিণাকুন্ডু থানার এস আই আওয়াল হোসেন জানান, কনিকা বাড়ীর সামনের রাস্তায় খেলছিল।
নসিমনের ধাক্কায় ঘটনাস্থলের মারা যায় কনিকা। এ ঘটনায় ঘাতক নসিমনটিকে জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।