এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে ট্রাকের ধাক্কায় শনিবার মটরসাইকেল চালক নিহত হয়েছেন। বিকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল চালক ফিরোজ (২২) পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের মোশারেফ হোসেনের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক বাগেরহাট -পিরোজপুর সড়কের শ্রীপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় ফিরোজ ঘটনাস্থলে নিহত হয়।
ট্রাকটি আটকের চেষ্টা চলছে।