রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে গুলিবিদ্ধ তিন যুবলীগ কর্মীর লাশ স্বজনেরা নাটোরে নিয়ে গেছেন।
সোমবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ীর নির্জন আম বাগান থেকে উদ্ধার করা নাটোরের তিন যুবলীগ কর্মী রেদোয়ান আহমেদ সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল রানার গুলিবিদ্ধ লাশের ময়নাতদন্ত ওই দিন বিকেলে সম্পন্ন হওয়ার পর রাত ৮টায় পুলিশ নিহত আব্দুল্লাহর পিতা লুৎফর রহমানকে লাশ তিনটি হস্তান্তর করেন। লুৎফর রহমান দাফনের জন্য রাতেই লাশ তিনটি নিয়ে নাটোরে চলে যান।
পুলিশ সুপার মোঃ হামিদুল আলম জানান, অপহরণের ঘটনায় নাটোর থানায় সাধারণ ডায়েরি থাকায় নিহতদের পরিবার সেখানেই মামলা করবেন। দিনাজপুরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ায় ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। জিডি নং- ১৬৫।