জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: একাত্তরে পাক হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের হটিয়ে ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ঝিনাইদহ শত্রুমুক্ত করে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা ও জনতা একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এ সব কর্মসূচির আয়োজন করে।
র্যালিতে জেলার ৬টি উপজেলা থেকে উপজেলা কমান্ডার, ইউনিট কমান্ডার, সহকারী কমান্ডারসহ মুক্তিযোদ্ধা ও জনতা অংশ নেয়। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমানসহ অনেকে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা মুক্তিযোদ্ধাদের নিয়ে সঙ্গীত পরিবেশন করেন।
এ এলাকায় পাকিস্তানি সৈন্যদের সঙ্গে উল্লেখযোগ্য যুদ্ধের মধ্যে ছিল- বিষয়খালী যুদ্ধ, গাড়াগঞ্জ যুদ্ধ, শৈলকুপা থানা আক্রমণ, কামান্না, আলফাপুর ও আবাইপুরের যুদ্ধ প্রমুখ।
এর মধ্যে ১ থেকে ১৬ এপ্রিল বিষয়খালী যুদ্ধে ৩৫ জন, ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে ৪১ জন, ২৬ নভেম্বর কামান্না যুদ্ধে ২৭ জনসহ ঝিনাইদহ জেলায় ২৭৬ মুক্তিযোদ্ধা শহীদ হন।