ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‘অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ নওজোপাডিকা লিঃ এর আয়োজনে বুধবার সকালে বিদ্যুৎ ভবন হতে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে বিদ্যুৎ ভবনে নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক আলতাফ হোসেন, পিজিসিবি গ্রীডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল ইসলাম, নূরুল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, ভান্ডারের উপ-পরিচালক শাহ আলম মজুমদার, সিবিএ সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়া, কার্যকরী সভাপতি মাজদার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা দেশে বিদ্যুতের ঘাটতি পূরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। এ সময় শ্রমিক-কর্মচারীরা ঈশ্বরদীতে গ্রাহকসেবা উন্নয়নকল্পে সার্বক্ষণিক ও তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।