মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে। বুধবার সকাল ১০টায় পাখিমারা বাজারে মানববন্ধনকালে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আ.মজিদ খান, মৌলভী আবু তাহের, প্রভাষক সাইদুর রহমান, মাওলানা আ. রউফ, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দৌলতপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের সকল আইটি উপকরণ থাকা সত্বেও বিদ্যুতের অভাবে তা ব্যবহার করা যাচ্ছেনা। বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও অদৃশ্য কারণে পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুত গেলেও দৌলতপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবান কম্পিউটার সামগ্রী নষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান বক্তারা।