রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে ৬০০ গ্রাম গাঁজাসহ চুন্নু শেখ (৪০) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
চুন্নুর বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। কাউখালীর সোনাকুর গ্রামের তার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। কাউখালী থানার পুলিশ গত বছর ১৯ অক্টোবর বিদেশি মদসহ তাকে আটক করেছিল।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, চুন্নু এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।