থানা থেকে দালাল তাড়াতে হবে: আইজিপি

প্রতিনিধি, বাগেরহাট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, থানায় কোনো দালালকে প্রশ্রয় দেওয়া যাবে না। দালাল তাড়াতে হবে। দালালরা জনগণ ও পুলিশের ক্ষতি করে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী ওই সমাবেশে শহীদুল হক আরো বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সামাজিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। এতে দ্রুত সফলতা অর্জিত হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ইত্যাদি সামাজিক সমস্যা নিরসনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা অপরিসীম।

সমাবেশে বক্তব্য রাখছেন আইজিপি।
সমাবেশে বক্তব্য রাখছেন আইজিপি।

আইজিপি বলেন, জঙ্গিরা মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-নারী-পুরুষ-শিশু সবাইকে হত্যা করছে। জঙ্গিবাদ বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলতার সাথে জঙ্গিদের মোকাবেলা করছে। জঙ্গিদের মেরুদন্ড ভেঙে দিয়েছে। তবুও এখনও কিছু ষড়যন্ত্র হচ্ছে। চাঁদে সাঈদীর মুখ দেখার মতো গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা। নাসিরনগরে অনুরূপ পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। কুমিল্লা, মৌলভীবাজারেও একইভাবে ষড়যন্ত্র করেছিল তারা। তাই কমিউনিটি পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। জনগণের সম্পৃক্ততায় আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনী অল্প সময়ের মধ্যে সন্ত্রাসী ও জঙিদের নির্মূল করতে স্বক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তাপস পাল, বাগেরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ আব্দুল জলিল, ফকিরহাট কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি স্বপন দাশ, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তরুজ্জামান বাচ্চু, মোড়েলগঞ্জের সাগর সাধু ঠাকুর প্রমুখ। সমাবেশে জেলার সব ইউনিয়ন থেকে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃত্বে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.