রবিউল হাসান রবিন, পিরোজপুর: পিরোজপুরে মুক্তিযুদ্ধের সময় শহিদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
আজ শুক্রবার সকালে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
এ সময় মুক্তিযুদ্ধে শহিদ পিরোজপুরের তৎকালীন মহকুমা পুলিশ প্রধান ফয়জুর রহমান এর দুই ছেলে মুহম্মদ জাফর ইকবাল এবং আহসান হাবীব, কন্যা সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহম্মেদ ও পুত্রবধূ ইয়াসমীন হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. আক্তারুজ্জামনসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সাবেক জেলা কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এরপর আইজিপি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মহাকুমা পুলিশ প্রধান ফয়জুর রহমান আহম্মেদ, পুলিশ কনস্টেবল আব্দুল হালিম খন্দকার, আবুল হাশেম আকন্দ, আবুল হাশেম গাজী এবং আব্দুর রহমান শেখের নাম স্মৃতিস্তম্ভে লেখা হয়েছে।
ফয়জুর রহমান ছাড়া বাকি সবার বাড়ি পিরোজপুর জেলায়।