মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আলীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শামিম (২০) নামের এক যুবক মারা গেছেন।
এ দুর্ঘটনায় ছগির, মিরাজ, বাবুল ও মো. শামিম নামের আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত শামিম এবং আহতদের বাড়ি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর ও টুঙ্গিবাড়িয়া গ্রামে। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন।
আহতরা জানান, দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে পিছন থেকে জোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক শামিম গুরুতর আহত হন। কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।