স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানে শুক্রবার সকালে ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উদযাপিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি ঈশ্বরদী শাখার আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শহরের বাস টার্মিনালের সামনে মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।
কমিটির সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল হক শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, প্রথম আলোর প্রতিনিধি মাহাবুবুল আলম দুদু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, লক্ষীকুন্ডা ইউনিয়নের সভাপতি ডা: আনিসুর রহমান, মূলাডুলি ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খোকন প্রমুখ।
সভায় বক্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে দুর্নীতি হতে মুক্ত থাকা এবং দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরির জন্য সকলের প্রতি আহব্বান জানিয়েছেন।