রবিউল হাসান রবিন, কাউখালী(পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে শুক্রবার নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সনন্দা সমাদ্দারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক কুম কুম ভট্টাচার্য্য, মহিলা পরিষদ কাউখালী শাখার সমাজ কল্যান সম্পাদক শামীমআরা শাম্মী, সহ-সভাপতি শোভা বসু, অর্থ সম্পাদক দিপু বসু এবং সাধারণ সম্পাদক শাহিদা হক, সংগঠক নাসিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে মহিলা পরিষদ কাউখালী শাখার তৃণমূল গ্রাম শাখার নেতৃবৃন্দ সহ ৫০ জন অংগ্রহনকারী উপস্থিত ছিলেন।