খুলনা প্রতিনিধি: দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। রাষ্ট্র নিজেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘণ করছে। অহরহই ঘটছে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ ও পাচারের ঘটনা। ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোন নিরাপত্তা নেই। এমনকি বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দেশে ভারতীয় আগ্রাসন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং মিয়ানমারে গণহত্যা, ধর্ষণ-নির্যাতন বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর শনিবার মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের পক্ষ থেকে আয়োজিত র্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। এর আগে সকাল ১০ টায় নগরির ফুল মার্কেট মোড় থেকে র্যালি শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ‘অধিকার’ খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের। বক্তৃতা করেন সাংবাদিক এহতেশামুল হক শাওন, এ্যাডভোকেট এসএম ওয়াছিউর রহমান হিরক, সংগঠক মাহবুব আলম বাদশা, হিউম্যান রাইটস ডিফেন্ডার কেএম জিয়াউস সাদাত। উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মহসিন হোসেন, হারুণ-অর-রশীদ, আনিছুর রহমান কবির, হিউম্যান রাইটস ডিফেন্ডার এমএ আজিম, সাখাওয়াত হোসেন স্বপন, মোঃ জামাল হোসেন, মো. বদরুজ্জামান, জাহেদী আরমান, মো. মিশারুল ইসলাম, শওকত হোসেন, সাকিব হোসেন, মো. শাহীন, শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, মো. আমিনুল ইসলাম, মাওলানা আবু জর, আব্দুর রহীম, বায়জিদ হোসেন, শুভাশীষ মজুমদার, মাহমুদুল ইসলাম, উজ্জল, রঞ্জণ, তারিকুল ইসলাম, নাজমুল হাসান, মো. আরিফুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা মানবাধিকার লঙ্ঘণের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিশ্ব মানবাধিকার দিবসে শেরপুরে সেমিনার ও র্যালি
হাকিম বাবুল, শেরপুর: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর শনিবার নাগরিক সংগঠন ‘জনউদোগ’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) এর সহযোগিতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) শেরপুরে সেমিনারের আয়োজন করে।
শহরের পৌর নিউমার্কেট অবকাশ মিলনায়তনে সেমিনারে আদিবাসী গবেষক ও মানবাধিকার কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার প্রধান আলোচক এবং শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আইইডি’র সহ-সমন্বয়কারী তারিক হাসান মিঠুলের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী প্রমুখ। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন।
এদিকে, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা এ উপলক্ষে দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানবাধিকার দিবসে সাতক্ষীরায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তাবায়ন সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে সকালে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন আইনজীবী ভবনে আলোচনা সভা করে।
এ সময় বক্তব্য দেন বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা পরমানু বিজ্ঞানি ড. মতিউর রহমান, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেন, মহাসচিব শফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. হাদিউজ্জামান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী প্রমুখ। এ সময় জেলার অন্যান্য সংগঠনও আন্তর্জাতিক মাববাধিকার দিবস ২০১৬ উদযাপন করেছে।
সভায় বক্তারা গোবিন্দগঞ্জে সাওতাল সম্প্রদায়ের সমস্যা নিরসন, মিয়ানমারের গণহত্যা বন্ধ, বাংলাদেশে ঢুকে পড়া নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ সকল সমস্যার রাজনৈতিক সমাধান দাবি করেন।
ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে শনিবার ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহরের কলেজ রোডের অফিস হতে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে পশ্চিমটেংরী খায়রুজ্জামান বাবু ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর শাখার সভাপতি খলিলুর রহমান সরদারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলা কমিটির নেতা ডা: মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, নিরাপদ সড়ক চাই-এর ঈশ্বরদী শাখার সভাপতি ববি সরদার, উপদেষ্টা আনিসুজ্জামান, সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তি, উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রিয়াজুল হক, সহ-সভাপতি মোসলেম উদ্দিন লিটন এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন।
সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা শহিদুল হক বিশ্বাস, উপজেলা সম্পাদক ডা: হাসানুজ্জামান মোল্লা, পৌর সম্পাদক রেজাউল করিম নান্টু প্রমুখ।