রতন সিং, দিনাজপুর: অনুপ্রবেশের অভিযোগে ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে” হেফাজতে থাকা বাংলাদেশের ৮ শিশু-কিশোর অবশেষে দেশে ফিরেছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় অভিবাসন চেকপোস্ট পুলিশের মাধ্যমে বালুরঘাট শুভায়ণ অবজারভেশন কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের হিলি চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠায়। তাদের গ্রহণ করেন দিনাজপুরের হিলি অভিবাসন চেকপোস্ট পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি, বিএসএফ ছাড়াও বালুরঘাট শুভায়ণ হোম এবং চাইল্ড লাইনের কর্মকর্তারা।
ফিরে আসা শিশুরা হলো দিনাজপুরের কাহারোল উপজেলার মিত্রবাটির উমর আলীর পুত্র সোহেল রানা ও আব্দুল কাদেরের পুত্র মিজানুর রহমান এবং একই উপজেলার সুন্দদৈল গ্রামের রাধাকান্ত রায়ের পুত্র অমৃত চন্দ্র রায়, দিলবাবু রায়ের পুত্র গৌতম রায়, আব্দুর রাজ্জাকের পুত্র আজিজুল ইসলাম, নাসির উদ্দীনের পুত্র সজুন আলী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রামচান্দুয়া গ্রামের মোকবুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খোলামোড় হিন্দুপাড়ার মতিয়ার রহমানের পুত্র জোবায়েদ হোসেন।
চেকপোস্ট পুলিশের ওসি মো. রফিকুজ্জামান জানান, ফিরে আসা শিশু-কিশোরেরা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে গিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই সেখানে এক থেকে দেড় বছর হেফাজতে থাকার পর দেশে ফিরে আসলো।
বালুরঘাট চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাস জানান, এরা সবাই এক সাথে ভারতে ঢুকে পড়ে। এ সময় তারা অন্যত্র যাওয়ার পথে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়। এ কারণে এবং তাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের কম হওয়ায় কারাগারের পরিবর্তে আমাদের সংস্থার মাধ্যমে বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে হেফাজতে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।