আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের ২০১৬-২০১৭ সালের বার্ষিক নির্বাচনে সম্মিলিত প্রেসক্লাব উন্নয়ন পরিষদের ব্যানারে কালাম বারী পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করেছে। ১৩ টি পদের বিপরীতে ১২ টি পদে তারা জয়লাভ করেছে। বাকি একটি পদে মনোনয়ন ত্রুটি হওয়ায় সেটি বতিল করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৬৬ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি আবুল কালাম আজাদ ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামকুষ্ণ চক্রবর্তি পেয়েছেন ২৮ ভোট। সাধারণ সম্পাদক আব্দুল বারী ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম কমরুজ্জামন পেয়েছেন ২৮ ভোট। সহ সভাপতি পদে কালিদাশ কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম ৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন গোলদার পেয়েছেন ৩১ ভোট। সাহিত্য সম্পাদক পদে শহিদুল ইসলাম ৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ পেয়েছেন ২৯ ভোট। অর্থ সম্পাদক পদে ফারুক মাহবুবর রহমান ৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ হোসেন পেয়েছেন ২৭ ভোট। দপ্তর সম্পাদক পদে আহসানুর রহমান রাজীব ৩৬ ভোট পেয়ে জয়লাভ করছেন। তার নিকটতম শেখ ফরিদ আহমেদ ময়না পেয়েছেন ২৯ ভোট।
এছাড়া নির্বাহী সদস্য পদে অসীম বরণ চর্ক্রবর্তী, আশরাফুল ইসলাম খোকন, এবিএম মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন ও এম ঈদুজ্জামান ইদ্রিস জয়লাভ করেছেন।
সাতক্ষীরার প্রেসক্লাব নির্বাচনে এবার সর্বোচ্চ ভোট পেয়েছেন সভাপতি কালাম ও সাধারণ সম্পাদক প্রার্থী বারী। দুজনই ৩৭ ভোট পেয়েছেন। সর্বনি¤œ ২৭ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক প্রার্থী শেখ মাসুদ হোসেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর আহমেদ মাছুম, জেলা তথ্য অফিসার শেখ শাহনেওয়াজ করিম ও উপজেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ।